14.8.24

Come Back to our service

 "Make your business easier with this database"

Thanks

Install successful on your computer

15.11.23

কম্পিউটার কি ?

বিনিময় কম্পিউটার টেনিং এর ফ্রি কম্পিউটার প্রশিক্ষনে আপনাকে স্বাগতম। কম্পিউটার প্রশিক্ষনে ইন্টারনেট বা অনলাইন সেবায় আপনার কোন উপকারে আসতে পারলে আমার এ সেবা সার্থক হবে। কম্পিউটার শিখা বর্তমান কোন কঠিন কাজ নয়। কিন্তু দক্ষতার সাথে শিখা হলো মূল শিক্ষা। আমরা ধাপে ধাপে চেষ্টা করবো আপনাকে পূর্ণতা দেওয়ার জন্য। 

কম্পিউটার কি ?
কম্পিউটার একটি বৈদুতিক গণনাকারী যন্ত। বর্তমান এবং ভবিষৎ জীবনের জন্য কম্পিউটার খুব গুরত্বপূর্ন।  কম্পিউটার ছাড়া কোন জাতি দ্রুত উন্নতিতে পরিবর্তন হতে পারে না। তাই এক কথায় বলতে পারি, বর্তমান পৃথিবীতে পরিবর্তনের মূল চাবি কাঠি হলো কম্পিউটার। এর মাধ্যমে অসাধ্যকেও সাধ্য করা যায়। 

Four kinds of computer are Instructed site (গঠনগত দিক থেকে কম্পিউটার চার প্রকার )

(1) Super Computer (সুপার কম্পিউটার) : এটি সাধারনত গ্রহ-নক্ষত্র, সেটেলাইট, বিমানের গতিপথ নির্নয়  ইত্যাদিতে ব্যবহার করা হয়। সাধারনত এটির জয়েন্ট ক্যাবল প্রায় ১০ কিলোমিটার প্রযোজন হয়। এটি একাদারে ৮০ জন অথবা এর বেশি লোক ব্যবহার করতে পারে।

Three parts of Micro Computer on quality site (গুনগত দিক থেকে মাইক্রো কম্পিউটার কে তিন ভাগে ভাগ করা হয়েছে)

One     : Normal Micro Computer.
Tow     : Multimedia Micro Computer.
Three   : Extra