(1) Super Computer (সুপার কম্পিউটার) : এটি সাধারনত গ্রহ-নক্ষত্র, সেটেলাইট, বিমানের গতিপথ নির্নয় ইত্যাদিতে ব্যবহার করা হয়। সাধারনত এটির জয়েন্ট ক্যাবল প্রায় ১০ কিলোমিটার প্রযোজন হয়। এটি একাদারে ৮০ জন অথবা এর বেশি লোক ব্যবহার করতে পারে।
(2) Mainframe Computer (মেইনফ্রেম কম্পিউটার) : সুপার কম্পিউটারের পরের অবস্থান হলো মেইনফ্রেম কম্পিউটার। পর্বাবাস জাতীয় কাজে ব্যবহার করার জন্য এ কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন: আবহাওয়ার পূর্বাভাস, খনিজ সম্পদ উত্তোলন ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এটি সাধারনত একাদারে ৬০ জন অথবা এর বেশি লোক ব্যবহার করতে পারে। এ কম্পিউটারের একজন অ্যাডমিন থাকে। সকল ব্যবহারকারীকে অ্যাডমিন নিয়ন্ত্রণ করে।
(3) Mini Computer (মিনি কম্পিউটার) : মেইনফ্রেম কম্পিউটারের পরের অবস্থান মিনি কম্পিউটারের। এটি সাধারনত বাংক, টার্মিনাল বা বড়বড় অফিস আদালতে ব্যবহার করা হয়। এটি সাধারনত একাদারে ৩০ জন অথবা এর বেশি লোক ব্যবহার করতে পারে। এ কম্পিউটারের সমস্ত যন্তাংশ একত্র থাকে কিন্তূ কর্মের অবস্থানে ক্যাবল কানেকটিং এর মাধ্যমে কাজ করা হয়। কিন্তূ সকল তথ্যাদি একত্রিত থাকে এবং কাজের প্রোসেসিং বা নিয়ন্ত্রণ এক জায়গা থেকে হয়।
(4) Micro Computer ( মাইক্রো কম্পিউটার ) : মিনি কম্পিউটারের পরে অবস্থান মাইক্রো কম্পিউটারের। মাইক্রো কম্পিউটারের অপর নাম PC (Personal Computer) বা এককভাবে পরিচালিত কম্পিউটার। বর্তমানে সারা বিশ্বে ব্যপক আলোড়নকারী বা জনপ্রিয় এ কম্পিউটার। আমরা সাধারনত এ কম্পিউটারের ব্যবহার শিখব।
Now we learn Micro Computer describe and programs. (এখন আমরা শিখব মাইক্রো কম্পিউটারের বর্ণনা এবং প্রোগ্রাম )
Four Part of Micro Computer :
(1) Desktop Computer
(2) Laptop Computer
(3) Notebook Computer
(4) PDA Computer