15.11.23

কম্পিউটার কি ?

বিনিময় কম্পিউটার টেনিং এর ফ্রি কম্পিউটার প্রশিক্ষনে আপনাকে স্বাগতম। কম্পিউটার প্রশিক্ষনে ইন্টারনেট বা অনলাইন সেবায় আপনার কোন উপকারে আসতে পারলে আমার এ সেবা সার্থক হবে। কম্পিউটার শিখা বর্তমান কোন কঠিন কাজ নয়। কিন্তু দক্ষতার সাথে শিখা হলো মূল শিক্ষা। আমরা ধাপে ধাপে চেষ্টা করবো আপনাকে পূর্ণতা দেওয়ার জন্য। 

কম্পিউটার কি ?
কম্পিউটার একটি বৈদুতিক গণনাকারী যন্ত। বর্তমান এবং ভবিষৎ জীবনের জন্য কম্পিউটার খুব গুরত্বপূর্ন।  কম্পিউটার ছাড়া কোন জাতি দ্রুত উন্নতিতে পরিবর্তন হতে পারে না। তাই এক কথায় বলতে পারি, বর্তমান পৃথিবীতে পরিবর্তনের মূল চাবি কাঠি হলো কম্পিউটার। এর মাধ্যমে অসাধ্যকেও সাধ্য করা যায়। 

Compute শব্দ থেকে কম্পিউটার (Computer) আসছে। compute শব্দের অর্থ গণনা করা এবং computer শব্দের অর্থ গণনাকারী।  যখন গণনা করা বলা হয় তখন এ হয় একটি verb বা ক্রিয়া বা কাজ। আবার যখন e/er কোন verb এর সাথে ব্যবহার করা হয় তখন হয়ে যায় Adjective. (আমরা জানি Adjective হলো Noun বা Pronoun এর দোষ, গুণ কে বলা হয়।  Noun বা Pronoun সাধারনত ব্যক্তি কে বুঝায়। Computer সাধারনত একটি ব্যক্তিকে অনুসরণ করে তৈয়ারী করা হয়েছে। একটি ব্যক্তির যা যা গুণ রয়েছে তার অধিকাংশ কাজ Computer দক্ষতার সাথে এবং নির্ভূলভাবে অল্প সময়ে করতে পারে।  আর এজন্য এর জনপ্রিয়তা দুনিয়ার সকল কার্জাংশে ব্যাপক চাহিদা দিন দিন বাড়ছে।

মানুষ ও কম্পিউটারের কাজ
মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এর সাথে কোন কিছুর তুলনা চলেনা। মানুষের তুলনা মানুষ নিজেই, যা আর বিকল্প কিছু নেই। তবে মানুষের কাজকে অনুসরণ করেই কম্পিউটার রূপদান করেছেন বিজ্ঞানীরা। মানুষের বিভিন্ন ইন্দ্রিয় বিভিন্ন প্রকার কাজে নিয়োজিত থেকে মানুষের কাজকে সুন্দর বা অসুন্দর ভাবে প্রকাশ করে।


অপরদিকে কম্পিউটার ব্যবহার করে মানুষ তার দৈনন্দিন জীবনে চাহিদার সকল কাজ দক্ষতার সাথে নির্ভুল ভাবে পূরণ করে অল্প সময়ের মধ্যে।  যা কয়েকটি উদাহরণ দিলে পরিস্কার বুঝাযাবে।

x ২ = ৪ বলা অথবা ৫০ x ২০ = ১০০০ বলা সহজ কাজ। আবার যদি বলা হতো  ২৭৬৫৪ x ৯৮৭২০ = কত ? আমার মতে এ অংকটি করা পূর্বের অংকটির মত সহজ কাজ নয়। এটা সময়ের প্রযোজন। ঠিক এরূপ শত-সহস্র বা লক্ষ কাজ কম্পিউটার এক নিমিষে সমাপ্ত করতে পারে।

একজন অংকন শিল্পী তার তুলিতে একটি বেনার লিখছে বিনিময় কম্পিউটার টেনিং । এরূপ অংকন শিল্পী তার তুলিতে সারাদিন ২৫টি বেনার লিখতে পারে।  যদি ঐ অংকন শিল্পীকে বলা হয় আপনার একদিনে ১০০টি বেনার লিখতে হবে। তখন তিনি আরো ৩ জনের সহযোগীতা নিতে হবে। কিন্তূ একটি কম্পিউটার ব্যবহার করে আপনি এরূপ কাজ নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যে অধিক কাজ করতে পারবেন।

কম্পিউটার শিক্ষা
কম্পিউটার শিখতে এখন বেশি শিক্ষার বা বেশি মাথা খাটার প্রযোজন নাই। ১৯৯৫ সালের অগাস্ট মাসের পর থেকে এ কথা বাস্তবতার রুপ পায়। এর পূর্বে কম্পিউটার চালনা বা পরিচালনা করার জন্য বিশেষ করে ইংলিশের ওপর দক্ষতা থাকতে হতো। ১৯৯৫ সালের অগাস্ট মাসের পূর্বের কম্পিউটারের কাজের দৃশমান ছিলনা, তা ছিল অন্ধকারাচ্ছন্ন। যা পরিচালনা করার জন্য সঠিক উপাত্ত প্রয়োগ না করলে কাজের ফলাফল প্রদর্শন করা যেতনা।  একটা উদাহরন দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার কম্পিউটার বা আপনার মোবাইল খুললে সময় এবং তারিখ দেখতে পান। কিন্তূ ১৯৯৫ সালের অগাস্ট মাসের পূর্বে তা কম্পিউটারে কমান্ড বা সঠিক নির্দেশ দিতে হতো। যদি ভুল লিখা হতো তবে তা দেখা অসম্ভব হতো।  ১৯৯৫ সালের অগাস্ট মাসের পূর্বে কম্পিউটারের পরিবেশের নাম ছিল (DOS=Disk Operating System) ভিক্তিক বা অন্ধকার আকৃতির এবং এর পর থেকে বর্তমান পর্যন্ত (Window) ভিক্তিক বা গ্রাফিকেল বা চিত্র ভিক্তিক। বর্তমান কম্পিউটার বাস্তবতার আলোকে তৈয়ার করা। তার জন্য বর্তমানে ছোট বাচ্চারাও কম্পিউটার চালাতে পারে। অল্প শিক্ষিত লোকও কিন্তূ এর থেকে বাদ নয়। মনে রাখবেন শিক্ষার জন্য আপনার জ্ঞান প্রসারতা হয় আপনার আগ্রহে। সঠিক কিছু আপনি শিখেন এবং অন্যকে বা একাধিক লোককে শিখিয়ে যান তবে আপনার জীবনের সার্থকতা মরার পরও বিকশিত হবে। তার জন্য শুধু কম্পিউটার শিক্ষারই গুরুত্ব তা নয়।