""বিনিময় কম্পিউটার ট্রেনিং"" নারায়নগঞ্জ জেলার, ফতুল্লা থানার আওতাধীন, কুতুব আইলে অবস্থিত। এর পরিচালক মো: দেলোয়ার হোসেন এবং প্রশিক্ষক হিসাবেও মো: দেলোয়ার হোসেন। প্রাথমিকভাবে এর যাত্রা শুরু হয় অফিসিয়াল প্রোগ্রাম গুলো প্রশিক্ষণের মাধ্যমে ২০০০ সাল থেকে। অফিসিয়ালের পর পর্যায়ক্রমে গ্রাফিক্স, হার্ডওয়ার, ওয়েব ডিজাইন এন্ড ডেভলভিং প্রোগ্রাম গুলো শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রনয়ন চলমান। ২০০৮ সালের জুন মাসে একই থানার সস্তাপুর এলাকায় নতুন করে চালু করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের নাগাদ সম্পূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় প্রবাসে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের আগ্রহের কারনে প্রবাসের ফাঁকে ফাঁকে ভিডিওর মাধ্যমে ও বাংলা ইংরেজির লেকচার এর সমন্বয়ে সাজানো আমার এই সেবা। আমার সাইটে যে সকল পোষ্ট ভিডিও বা লিখিত আকারে দেওয়া হবে, অজানা লোকের জন্য আমার এ সকল সেবা দেখার জন্য তার অনুরোপ করার জন্য এবং দক্ষ হয়ে বাস্তবিক আলোকে কাজে লাগাতে পারলে আমার এ প্ররিশ্রম কিছু হলেও সফল। আর জানা লোকের জন্য এটা হয়তো মনমুগ্ধ নাও হতে পারে, হয়তো আরো ভালো কিছু তারা আশা করতে পারে, তাই তাদের জন্য রইল ভালোবাসা, পরামর্শ। আমাদের সাথে থাকুন সাবস্কাইভ, কমেন্স, শেয়ার ও লাইক করে।
শুভেচ্ছান্তে
মো: দেলোয়ার হোসেন
পরিচালক ও প্রশিক্ষক
ফ্রি কম্পিউটার প্রশিক্ষন
'বিনিময় কম্পিউটার টেনিং'